মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি সেমিনার অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৪:২২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের মেডিসন হাইটসের কার্যলয়ে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
NASA হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর প্রোগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশি দল Dreams of Bangladesh-এর প্রতিনিধিরা তাদের প্রস্তুতি ও উদ্ভাবনী রোভার ডিজাইন নিয়ে আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন সৈয়দ মঈন দীপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর রহমান। দলের কোচ মোঃ মঈন উদ্দীন এবং দলনেতা মাহাদীর ইসলাম সহ অন্যান্য সদস্যরা NASA HERC চ্যালেঞ্জের লক্ষ্য রোভার তৈরির প্রযুক্তিগত দিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
মূল আলোচকবৃন্দ ও টিম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এন নাফি, মারজানা আফিয়া পৃথিবী, মো: রিফাত হোসেন এবং আব্দুল্লাহ আল জুনেদ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও সমর্থন জানান এতে বক্তব্য রাখেন অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, তাহলিল আজিম চৌধুরী, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, আবুল কালাম আজাদ, আজিজ চৌধুরী মুরাদ এবং মিল্টন বড়ুয়া প্রমুখ।
উক্ত সেমিনারে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী, সেলিম আহমেদ, ফয়সল চৌধুরী, শাহদাৎ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সাব্বির খান, মাহমুদ রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন মুরাদ সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। ড্রিমস অব বাংলাদেশ দলটি NASA HERC চ্যালেঞ্জে অংশ নিয়ে বাংলাদেশের জন্য একটি মাইলফলক সৃষ্টি করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা মহাকাশ প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরতে চায়।