সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন রচিত আল কোরআনে বর্ণিত নবী রাসূলদের কাহিনী গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ১:২৩:৩৮ অপরাহ্ন
বিশ্ব সাহিত্য সংসদের উদ্যোগে গত ৩০ মার্চ (২০২৫) মক্কা আল মোকাররমার সুখিয়া ব্লক সুদাইস এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কাজী ফয়সল ইসলামের পরিচালনায় সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন রচিত ‘কোরআনে বর্ণিত নবী রাসূলদের কাহিনী’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমদ। সভাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন, সুনামগঞ্জ বড় দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, আলম মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কে এম আবুতাহের চৌধুরী বলেন, আইনজীবি পেশার পাশাপাশি নবী রাসুলদের জীবনী কাব্যে সহজভাবে বর্ণনা করে বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ ইয়াওর উদ্দিন একটি মহৎ কাজ করেছেন।মহান আল্লাহ তার দ্বীনের এই খেদমতকে কবুল করুন। তিনি বইটির বহুল প্রচার কামনা করেন। সভার সভাপতি কাজী শফিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও লেখকের কাছ থেকে আরো পুস্তক প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন কে এম আবু তাহের চৌধুরী।—বিজ্ঞপ্তি