সিলেটের হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ১১:১৭:৩০ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সীমান্ত চোরাচালান ব্যবসায়ীদের ঘাঁটি ছিল এ বাজার। স্থানীয়ভাবে ’বুঙ্গার বাজার’ নামে খ্যাত। সিলেটে জৈন্তাপুর উপজেলার হরিপুরে অবস্থিত এ বাজারটিতে প্রতিদিন শত শত কোটি টাকার অবৈধ চোরাচালান ব্যবসা হতো। মুলত সিলেটের সকল সীমান্ত এলাকার চোরাচালান হরিপুরকেন্দ্রিক নিয়ন্ত্রিত। সীমান্ত পথে অর্থ পাচার করে গরু মহিষ, চিনি, কসমেটিস মাদক, ঔষধ, গরম মসলা, মটর সাইকেল, মোবাইল পার্টস সহ নানা সামগ্রি নিয়ে আসা হয় দেশে। এরপর এই বাজার থেকে সারা দেশে চাহিদামাফিক মালামাল পাঠিয়ে দেয়া হতো নানা প্রান্তে। এই ‘বুঙ্গার বাজার’ নিয়ন্ত্রণ ও চোরাই ব্যবসায় জড়িত স্থানীয় হরিপুরবাসী। বাকীরা তাদের সিন্ডিকেটভূক্ত। অবৈধ এ ব্যবসা নিয়ে তাদের মধ্যে পাপ বা অনৈতিকতার বোধ নেই। বরং এ ব্যবসা নিয়ে তাদের মিথ্যা গর্ব ও অহংকার বেজায়। তারা বেপরোয়াও। ছোট বা বড়, জনপ্রতিনিধি, রাজনীতিক ব্যক্তি সবাই এ ব্যবসায় সঙ্গি।
স্থানীয়রা জড়িয়ে রয়েছে বংশ পরম্পরায়। গোটা সিলেটে বুঙ্গার ব্যবসাকে ‘বাঁকা চোখে’ দেখা হলেও তারা এ নিয়ে নির্ভার। তাদের কাছে আইনশৃংখলা বাহিনীর যেন কোন মূল্য নেই। তারা রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করে চালিয়ে যেতে চায় এ ব্যবসা। নচেৎ রাস্তা ব্যারিকেড সহ মারমুখী আচরণে জংগিভাব প্রকাশিত হয় এই স্থানীয় চোরাকারবারীদের। অতীতে বার বার তাদের নিয়ন্ত্রণ করতে যেয়ে অসহায় হয়ে ফিরতে হয়েছে আইন শৃংখলা বাহিনীকে। কিন্তু এবার ভিন্ন খেলায় পড়ে আস্তাকুঁড়ে পরিণত হয়েছে বুঙ্গারীদের এ কেন্দ্রীয় বাজার। সেনা সদস্যদের সঙ্গে একটি অপ্রতিকর ঘটনার সূত্র ধরে অবশেষে হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। অথচ নানা সময়ে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারিদের পাকড়াও করতে গেলে পাল্টা হামলার শিকার হতে হয়েছে। সেখানে বুঙ্গার রাজ্য উচ্ছেদ ছিল আকাশ কুসুম কল্পনা। কিন্তু কল্পনা নয় এবার সত্যিই সফল হয়েছে যৌথ বাহিনী।
অবৈধভাবে বসানো সেই বুঙ্গার বাজারের পশুর হাঁট গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।
জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০ টায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে যায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ নেয়।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স বলেন, যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। সেই পশুর হাটের বৈধতা নিয়ে সর্বত্র প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের সমাধানে গেলেই আঘাত আসতো। অনেকটা অসহায় ছিল প্রশাসন। তাদের দৌরাত্ম্য, বেপরোয়া মতিগতিকে কৌশলে এড়িয়ে না চললে উল্টাে আইন শৃংখলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতো তারা।