লন্ডন: জালালিয়া জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে ঈদুল ফিতর উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ১:৫০:৫৮ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: দীর্ঘ এক মাস রোজা পালনের পর মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুর ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার লন্ডনের এনফিল্ডে ঈদুল ফিতর উদযাপন করা হয়।
জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের উদ্যোগে পন্ডার্স এন্ডের খোলা মাঠে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় এতে ইমামতি করেন মাওলানা আলী আহমদ, সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইমাম খায়রুল ইসলাম, তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় এতে ইমামতি করেন মাওলানা মহি উদ্দিন এবং চতুর্থ জামাতটি হয় সকাল ১০.৩০ মিনিটে।
আনন্দঘন পরিবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা একত্রে ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মাওলানা আহসান। লন্ডনের আবহাওয়া ভাল থাকায় খোলা মাঠে হাজার হাজার পুরুষদের পাশাপাশি স্বপরিবারে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঈদের নামাজে সার্বিক সহযোগিতায় ছিলেন জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের মসজিদ কমিটি এবং আকতার হোসেন, আব্দুর রহমান, ফখরুল ইসলাম, সাব্বির আহমেদ, মুরাদ আহমেদ, সাইফুল ইসলাম, চুন্নু মিয়া সহ আরো অনেকে।
ঈদের প্রতিটি নামাজের শেষে ইমাম সাহেবরা বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।