আনন্দঘন পরিবেশে বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৮:২৬:১২ অপরাহ্ন
সাজেল আহমেদ: “দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিম উম্মাহর মাঝে অনাবিল আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সৌদিআরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো ৩০ মার্চ রোববার বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃটেন সহ কার্ডিফের প্রতিটি মসজিদে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। প্রতিটি জামাত শেষে আগত মুসল্লিয়ানরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়াও কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের ঘরে ঘরে ঘুরে দেখা সাক্ষাৎ করে ব্যাস্ত সময় পার করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, ও সকাল ১০ টায় অনুষ্ঠিত ২য় জামাতে নামাজ আদায় করান হাফিজ মিফতাউর রহমান কামিল, জালালীয়া মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮ টায় সম্পন্ন প্রথম জামাতে ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ১০ ঘটিকায় অনুষ্ঠিত ২য় জামাতে নামাজ পড়ান হাফিজ মাওলানা জালাল উদ্দিন।
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল,জালালীয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাস মায়া সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে দোয়ার মাধ্যমে সারা জীবনের গুনাহ মাফ, বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা ও ফিলিস্তিনি গাজাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়েছে।