সম্প্রীতি অটুট থাকুক, ঈদ মোবারক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১:০৩:৪৪ অপরাহ্ন
এক মাস রোজা পালনের পর আনন্দে সম্মিলিত হওয়ার জন্যে আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতরের দিন।
ঈদে আপনাকে বিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই ব্যক্তির ঠুনকো আত্মশ্লাঘা তুচ্ছ হয়, জগতের সামগ্রিক আনন্দধারায় মিশে যাওয়া সহজ হয়।
ঈদের সময় দেশের বিপুলসংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে যান স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করতে। এবার দেশের সব পত্রিকায় খবর এসেছে, বিগত বছরগুলোর তুলনায় এবার সারা দেশে মানুষের ঈদযাত্রা ছিল অনেকটা নির্বিঘ্ন—যানজটের যন্ত্রণা ছিল না বললেই চলে। এটা আশাব্যাঞ্জক ব্যাপার। সকলের সহযোগিতায় কঠিন কাজ সহজ হয়। আনন্দে আনন্দে আমাদের সম্প্রীতি অটুট থাকুক।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরকে বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন।
অনুপমনিউজটুয়েন্টিফোর-র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপন দাতা, জেলা-উপজেলার সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ সহায়।
সম্পাদক