মালয়েশিয়ায় সানওয়ে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ১০:০৬:২১ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সানওয়ে বাংলাদেশ সোসাইটির আয়োজনে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন সম্পন্ন হয়েছে। এতে সানওয়ে ইউনিভার্সিটি, মোনাস ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটি ও মালায়া ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানওয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি জিসান এম শাজ এবং সঞ্চালনায় ছিলেন সানওয়ে ইউনিভার্সিটির ফারিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটির হেড এন্ড ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর, রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির ডিস্টিংগুইশড প্রফেসর ড. সাইদুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষভাবে নির্যাতিত মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়। পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের সমৃদ্ধি ও কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি ড. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “আমাদের গবেষণা ও শিক্ষাকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে এবং মুসলিম বিশ্বের অগ্রগতির জন্য জ্ঞানার্জন ও গবেষণার প্রতি মনোযোগী হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির এবং সাধারন সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়া সানওয়ে বাংলাদেশ সোসাইটির কমিটির সহ-সভাপতি মো. ইফতেখার করিম, মিডিয়া প্রধান আলিফ মেহেরিন, সচিব আবু ইসহাক রুহান, কোষাধ্যক্ষ তাফসির হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রণজয় বড়ুয়া, ইভেন্ট প্রধান সুমাইয়া হাসানা সুমরিন, ভিডিওগ্রাফি প্রধান নক্ষত্র দেব নাথ, লজিস্টিক প্রধান ইরফান হোসেন, সহকারী কোষাধ্যক্ষ সাজিদুর রহমান, স্বেচ্ছাসেবক প্রধান নাঈম বাদশাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।