অস্ট্রেলিয়া আওয়ামাী লীগের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৭:৩০:৪৩ অপরাহ্ন
হাকিকুল ইসলাম খোকন: অস্ট্রেলিয়ার সিডনিতে ২৬ মার্চ ২০২৫ লাকেম্বার ধাঁণসিড়ি রেস্তোরার হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও কলামিষ্ট ড. কাইউম পারভেজের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ ।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠানরে মাধ্যমে প্রয়াত এম আর আখতার মুকুল মুক্তিকামী জনসাধারণকে উজ্জীবিত করার বিশেষ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরন করে তার সুযোগ্য কন্যা কবিতা পারভেজকে ফুলের তোড়া দিয়ে বরন করলে অনুষ্ঠানস্থল আবেগঘন পরিবেশ তৈরি হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. কাইউম পারভেজ স্বাধীনাতা দিবসের উপর তাৎপর্যপূর্ন বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার এম এ মন্জুর নতৃত্বে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পকিস্তান আর্মির কাছে বন্দি হওয়ার কথা উল্লেখ করেন।
জনাব কাইউম আরো বলেন বর্তমানে বৈষম্যবিরোধীরা ছাত্র নেতাদের মধ্যে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা নেই, জানলে আজকে যা করছে তা করতে পারতো না।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা তার বক্তব্যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধান্জলি জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি চট্রগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ও জি এস ইফতেখার উদ্দীন ইফতু তার দীর্ঘ প্রায় ৩০ মিনিটের বক্তব্যে মুলত তরুন প্রজন্মকে উদ্দেশ্য করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরেন এবং ষড়যন্ত্রকারী বেষম্যবিরোধী ছাত্র অন্দোলনকারীরা স্বাধীনতার গৌরবময় ১৯৭১ সালকে ২০২৪ সালের আন্দোলনের সাথে মিলিয়ে ফেলার অপচেষ্টার কথা উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম তার বক্তব্যে দেশে বিদেশে স্বাধীনতার পক্ষের শক্তির যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছে তাদের পিছনে একটি অশুভ শক্তি তাড়া করছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওযামীলীগের সভাপতি ড. আবুল হাসনাত মিল্টন, প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের লেখক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সভাপতি ডা: একরাম চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা ব্যরিস্টার আমজাদ খাঁণ, কৃষকলীগ অস্ট্রেলিয়ার সভাপতি শাহ আলম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক সৈয়দা তাজমিরা আক্তার, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অপু সারোয়ার, গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা পল সি মধু, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ সভাপতি রেজাউল হাসান ভূট্রো, আওয়ামীলীগ নেতা জিয়াউল হক জিয়ন, এনামুল হক, নারী নেত্রী ফাহমিদা খন্দকার, সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম জনি, তাছনিম উদ্দিন ফাহিম, সভা সাচি প্রমুখ।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি ড. কাইউম পারভেজ নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।