ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোশিয়েশন এবং রিচমন্ড অ্যান্ড হাউনস্লো ইসলামিক কালচারাল সেন্টারের ইফতার অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ১২:০৪:৪৭ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ রবিবার ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোশিয়েশন এবং রিচমন্ড অ্যান্ড হাউনস্লো ইসলামিক কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যোগে ওয়েষ্ট লন্ডনের হাউনস্লোর হানিমুন বেংকিউটিং হলে জাকজমক পরিবেশে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের জেনারেল সেক্রেটারী কাউন্সিলার মুজিবুর রহমান জুনু ও রাকিব রুহেলের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এম পি রুথ ক্যাটবারী। বিশেষ অতিথি ছিলেন হাউন্সলোর মেয়র ক্যারেন স্মিথ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রিচমন্ড অ্যান্ড হাউনস্লো ইসলামিক কালচারাল সেন্টার এর প্রেসিডেন্ট ডক্টর আজমল চৌধুরী, হাউনস্লো জামে মসজিদের জেনারেল সেক্রেটারী শফিক রহমান, কাউন্সিলার সামিয়া চৌধূরী, কাউন্সিলার প্রিতম গ্রীওয়াল, সৈয়দ কাইয়ুম কায়সার, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল শহিদ, মোইডুল হুসেন, পাভাল আহমেদ, মিরন মিয়া, মাশুক উদ্দিন, আহাদ মিয়া, কালাম শায়খ, পেরেভস আহমেদ, কোয়েসর আহমেদ সহ আরো অনেকে। বিপুল সংক্ষক এলাকার পুরূষদের পাশাপাশি স্ব পরিবারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পরার মত।
পরে রোজার ফজিলত নিয়ে আলোচনা এবং সাড়া বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্দির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন গ্রীনফোর্ড মসজিদের ঈমাম ।