লালার গাঁও দাখিল মাদ্রাসায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরষ্কার বিতরনী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ১০:৫৫:০৯ অপরাহ্ন
এমদাদুল হক, সিলেট: সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখায়, দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরষ্কার বিতরণী বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ রামদ্বান (শুক্রবার), বাদ জুমু’আ মাদ্রাসা মিলনায়তনে অত্র শাখাকেন্দ্রের সভাপতি মো. রাজা মিয়া‘র সভাপতিত্বে কারী এনামুল হক ও কারী মোস্তাক আহমেদের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ সাহেব।প্রধান অতিথি উনার বক্তব্য বলেন,
প্রথমেই আমরা জানব যে কুরআন ও হাদীস কি? তাই প্রথমে পবিত্র কুরআন সম্পর্কে আলোচনা করব। উভয়ই বিখ্যাত যা আল্লাহ এবং তাঁর রসূল নবী মুহাম্মদ (সা.) এর বাণী।
কুরআন আল্লাহর কিতাব। এই বইতে, কোন মিথ্যা নেই। কুরআন বিশ্বের অন্যতম মহান ও বিস্ময়।এটি বস্তুগত জগত এবং বিচার দিবস সম্পর্কে কথা বলে। কেউ যদি অর্থ সহ পবিত্র কুরআন তেলাওয়াত করে তবে সে জড় জগত ও বিচার দিবস এবং কীভাবে শান্তিময় জীবনযাপন করতে পারে তা জানতে পারে।
আমরা কুরআন থেকে আমাদের জীবনের সমস্ত কিছু সম্পর্কে জানতে পারি, কুরআন আল্লাহর বাণী তাই পবিত্র কুরআন তেলাওয়াত করুন যেমন আপনি আল্লাহর বাণী শুনছেন। সুতরাং কুরআন শরীফকে অত্যন্ত যত্নসহকারে এবং অনেক সুন্দরভাবে পাঠ করার আদেশ দেওয়া হয়েছে।
যদি তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও এবং, কুরআনে অন্তরকে আকর্ষণ করার এক জাদুকরী শক্তি রয়েছে। যা তোমাকে তার দিকে আকৃষ্ট করবে। তেমন হজরত ওমর (রা:) সাথেই হয়েছিল।
এখন আমি হাদিস সম্পর্কে আলোচনা করব। এটি আল্লাহর প্রিয় রসূল নবী মুহাম্মদ (সা.)-এর সংগ্র বাণী। এটি নবী মুহাম্মদ (সাঃ) এর জীবন পদ্ধতি।
নবী মুহাম্মাদ (সাঃ) যখন কোন বিষয়ে সাহাবাকে উপদেশ দিতেন, তখন তারা সেই কথাগুলো খেয়াল করত।
এইভাবে, অক্ষর পর্যায়ে নবী মুহাম্মদ (সা.) এর সেই বাণীগুলিকে একটি বইয়ের আকারে অনুসরণ করা হয়েছিল, যা এখন আমাদের হাতে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য হাজী চাঁন মিয়া সাহেব বলেন, পশ্চিম সিলেটের মধ্যে সর্বপ্রথম কোরআনে পাকের খেদমত লালারগাও হাবিবিয়া দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন হাফিজ রহমাতুল্লাহ সাহেব (রহ)সৎপুরি ও লালার গাঁও গ্রামের কৃতিসন্তান মাস্টার মোঃ আব্দুল করিম সাহেব।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শাখার প্রধান কারি মাওলানা আব্দুল বাছিত সাহেব, শাখার নাযিম তাজ উদ্দিন, মসজিদের মুতায়াল্লিহ ফারুক আহমেদ, মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ, বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী আনর হোসেন, নজরুল ইসলাম, শাখার সম্মানিত শিক্ষক কারী মাওলানা গোলাম হোসেন, কারী আব্দুল কাইয়ুম, হাফিজ কারি আব্দুর সহিদ, হাফিজ কারী আল মামুন, হাফিজ কারি লোকমান আহমদ, কারী শামীম আহমদ, কারী এমদাদুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সূরা থেকে খামিছ জামাত পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে কেরাত তাজবীদ ও পরীক্ষার মধ্যে উত্তীর্ণ মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।