ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৪৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ১০:১৭:৪৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।
এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এক ভূমিকম্পে কাঁপলো ৬ দেশ / বাংলাদেশিরা নিরাপদে; মিয়ানমারে নিহত ২০, থাইল্যান্ডে ৩
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬জন মারা গেছেন।
এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন হ্লাইং।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে তিনজন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১ জন নির্মাণ শ্রমিক।
থাই সামরিক বাহিনীর তথ্য মতে, ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন।