বড়লেখায় অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৬:১৫:০৭ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় সদর ইউনিয়নের ৩০ জন অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
শুক্রবার বেলা ২ টায় পাথারিয়া ছোটলিখা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কামাল আহমদ।
হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুর রহমান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর এনামুল করিম, বড়লেখা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সমাজসেবক জয়নাল আবেদিন তাফাদার, বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, শামীম আহমদ, শাহীন আহমদ খান, মুজিবুর রহমান, লাল মিয়া প্রমুখ।