সাউদাম্পটন আওয়ামীলীগ ও যুবলীগের স্বাধীনতা দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৫১:৩৯ অপরাহ্ন
২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাউদাম্পটন আওয়ামীলীগ এবং আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৬শে মার্চ শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তক অর্পনের মাধ্যমে জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সাউদাম্পটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোসাব্বির। সাউদাম্পটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল করিম কোরেশীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
বক্তারা বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন একদল মুক্তিযুদ্ধ বিরোধী চক্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।
জননেত্রী শেখ হাসিনার সাজানো গোছানো একটি সুন্দর বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ এভাবে থাকবে না খুব শীঘ্রই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে মুক্তিযুদ্ধের চেতনায়।
আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের সব সূচকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বাংলাদেশ কিশোর গ্যাং এবং ইউনূসের নেতৃত্বে জামাত শিবির, বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। তারা কেউ নয়, তারা ৭৫ সালে ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল,৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, তারাই একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল তারা আজকে বাংলাদেশকে ধ্বংস করার সব ধরনের ষড়যন্ত্র করতেছে। আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকেন। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। বাংলাদেশে আবার নেতৃত্ব দিবেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাউদাম্পটন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তরফদার,সাউদাম্পটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত আহমেদ শওকত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম সোহাগ, সাউদাম্পটন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জালাল, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলাম, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী, সাউদাম্পটন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কুরেশ মজুমদার, তথ্য সম্পাদক তাহিরুল ইসলাম, হিরন শাহ প্রচার সম্পাদক।
সভায় উপস্থিত ছিলেন কাজল আহমেদ, সার্জন আলী, রাসেল আহমেদ, মুকিত খান, কাজী সজিব, সজিব, মোঃ মিনহাজ মোর্শেদ, সোমেলুর রহমান সোমেল, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাদমান আহমেদ প্রমুখ।