যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৩:০৩:৫১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়।
এরপর ৩১ বার তোপধ্বনির প্রদানের পর সকাল ৬টা থেকে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা’সহ নানান অনুষ্ঠানের।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস’সহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) আলাউদ্দিন কাদেরের পরিচালনায় প্রশাসন আয়োজিত সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেব।