বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ১:০১:৫২ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ২৪ মার্চ সোমবার (২০২৫ইং) ইফতার ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী ও যুক্তরাজ্য কমিউনিটির ব্যক্তিবর্গের সম্মানে এ মাহফিল হয়। কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকগণ এবং যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটির যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের মাগফেরাত কামনা করে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে সংগঠনের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি সাইফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হেলালের পরিচালনায় সংগঠনের কোষাধ্যক্ষ মুকিত চৌধুরীর ও সাংগঠনিক সম্পাদক রাজু দেবের সার্বিক সহযোগিতায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনিরুজ্জামান খান।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গ্রেটার সিলেট এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান ব্যরিষ্টার আতাউর রহমান, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ও গ্রেটার সিলেট এসোসিয়েশন সাউথ ইষ্ট রিজিওনের চেয়ারম্যান এম এ আজিজ, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহমুদুল হক, চুনারুঘাট ডেভলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুমিন আলী, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি এম এ আওয়াল, ব্যারিস্টার এনামুল হক, জালাল উদ্দিন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সামসুদ্দিন হবিগঞ্জ স্পোর্টস এসোসিয়েশন ইউকের সভাপতি বাকি বিল্লাহ জালাল, বিশিষ্ট কমিউনিটি লিডার রহিম উদ্দিন, বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব ফারুক আহমেদ, শাহ শহিদ আলী, আলম খান, কাজী আকমল, রেডব্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান আতিকুর রহমান, বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতির আলী নেওয়াজ মিন্টু, বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক মাক্সীম সহ আরো অনেকে।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ সাংবাদিক, আইনজীবী ও কলেজের সাবেক ছাত্র, ছাত্রীসহ বিপুল সংখ্যক কমিউনিটির ব্যক্তিত্ব।