ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত বিতরণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১১:০৪:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুরউদ্দিন শানুর, আলাউদ্দিন আহমদ, সভা পরিচালনা করেন শিক্ষক তোফায়েল আহমদ।
সভায় প্রতিটি গ্রামের প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্রামের পক্ষে অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন এবং বলেন যে, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন, তারা আরো বলেন লন্ডন প্রবাসী প্রিয়জনেরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক এই দোয়া করি।
সভায় উপস্থিত ছিলেনঃ আতাউর রহমান উতুমিয়া, সুলতান আহমদ, লকু মিয়া, আরিফ হোসেন, আনোয়ার হুমায়ুন, ময়নুল ইসলাম, রিপন চৌধুরী, সায়েকুল ইসলাম, হেনু হাসান চৌধুরী, কায়েস আহমদ, জমাদ আহমদ, শাহরিয়া আহমদ, নাফিজ সিদ্দিকী শাফি ও এজাজ আহমদ।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সক্রিয় সহযোগিতা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলে যাকাত তহবিল সংগ্রহের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সদস্যদের মানবিক এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য প্রশংসা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের দান কবুল হওয়ার প্রার্থনা করেন।
সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। তারা সংগঠনের উপদেষ্টা কমিটি, অনারারি সদস্য এবং সম্মানিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের সর্বাত্মক সহযোগিতা ছাড়া এই বৃহৎ আয়োজন সম্ভব হতো না।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, যারা বাংলাদেশে থেকে এ মহতী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ যেন সকলের জীবন সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলেন—এ দোয়া করা হয়।