লেস্টার সিটি বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ৩:১১:২৬ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র রমজান মাস উপলক্ষে লেস্টার সিটি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৪ মার্চ স্থানীয় হান্নানস রেস্তোরাঁ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য লেস্টার বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেস্টার বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান। পরিচালনা করেন লেস্টার বিএনপি প্রস্তাবিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিক ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লেস্টার বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার জন্য আহ্বান করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মুশাহিদ তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক সভাপতি জাফর বিনজাদিদ, লেস্টার বিএনপি নেতা ও গ্রেটার সিলেট চেয়ারম্যান সেলিম আহমদ, নটিংগ্রাম বিএনপির প্রস্তাবিত সভাপতি এস আর কামাল চৌধুরী, নটিংহ্যাম, বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ার। এতে নটিংহ্যাম বিএনপির পক্ষে আরও অংশগ্রহণ করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সেলিম মোল্লা লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, দুদু মিয়া সহ লেস্টার বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। কুরআন থেকে তেলাওয়াত করেন লেস্টার বিএনপি নেতা বশির আলী।
এ মাহফিলে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শারমিন রহমান, লেস্টার বিএনপি নেতা আব্দুল আউয়াল মুজিবুর রহমান, ওয়েচ উদ্দিন, আমিনুর রহমান,জাজিব খান, মোহাম্মদ আজিম সহ অনেকই।
অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল কমিটি অংশগ্রহণ করে।