ইউস্টোন শাহজালাল জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ১:১২:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদ-উল-ফিতর। ‘ঈদ’ অর্থ উৎসব বা আনন্দ। ‘ফিতর’ অর্থ বিদীর্ণ বা ভঙ্গ করা, উপবাস ভঙ্গ করা, স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাওয়া।
রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটিই ঈদুল ফিতর। পবিত্র রমজানের এক মাস কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য—এসব রিপুর চাহিদা চর্চা থেকে নিজেকে বিরত রাখার সাধনা করেন রোজাদারেরা।
প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনায় হিজরতের পরই ঈদুল ফিতর উৎসব পালন শুরু হয়। হজরত আনাস (রা.) বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, নবী করিম (সা.) মদিনায় এসে জানলেন, মদিনাবাসী বছরের দুটি দিনে আনন্দ-উল্লাস করে থাকে। জিজ্ঞাসা করে তিনি আরও জানলেন, ইসলামপূর্ব যুগ থেকেই এই দুটি দিনকে তারা উৎসবের দিন হিসেবে পালন করে। রাসুল (সা.) তাঁদের বললেন, আল্লাহ তোমাদের এই দুইটি দিনের বদলে উত্তম দুটি দিন দান করেছেন। দিন দুটি হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর।
পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইউস্টোন শাহজালাল জামে মসজিদে পর্যায়ক্রমে চারটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মবশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইউস্টোন শাহজালাল জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি হাফিজ শাহনুর।
দ্বিতীয় জামাত সকাল ৮.৩০ মিনিটে আব্দুল হকের ইমামতিতে অনুষ্ঠিত হবে।
তৃতীয় জামাত হবে সকাল ৯.৩০ মিনিটে, এ জামাতে ইমামতি করবেন মাওলানা সুলাইমান রাব্বানী।
চতুর্থ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে, এ জামাতে ইমামতি করবেন হাফেজ আব্দুল রহমান।