ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ১১:১৯:৫৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: ফিলিস্তিনের অসহায় নারী শিশু পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মুসলমানদের উপর বর্বর ইসরাইলী গণহত্যার ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুক্বাদ্দাসকে টার্গেট করে ইহুদী নাসারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এক সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে জাতিসংঘ সহ বিশ্বনেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী ও ভারতীয় পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ও সর্বদলীয় বৈঠক করে বাংলাদেশ থেকে নিন্দা প্রস্তাব জানানোর জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়।
বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী উপজেলা আমীর মো. এমদাদুল ইসলাম, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।