বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ১১:১৬:২০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়লেখা উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট লায়ন ড. মুদাব্বির হোসেন মুনিমের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ড. মুদাব্বির হোসেন মুনিম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসীব আলী, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি কাজী এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।