শ্রীমঙ্গলের কালাপুর ইউপি বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ১০:০৭:৪৩ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনায় ডিপলু আহমেদ টিক্কা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এবায়দুর রহমান মশাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, শ্রীমঙ্গল পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সদস্য সচিব মোঃ টিটু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক সোরোয়ার আহমেদ, কালাপুর ইউনিয়ন যুবদল নেতা শেখ জমশেদ আহমদ,কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রুহিন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য জুবেদ আহমদ প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, কিছু নব্য বিএনপি আছে যারা আওয়ামী লীগের আমলে কোটি কোটি টেন্ডার বাণিজ্য করছে। এখন এরা বিএনপি হয়ে গেছে। তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকলস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন।