স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিকের আত্মত্যাগে লাল সবুজের পতাকার বিজয় অর্জিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ১১:৩৩:৩১ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: পাকিস্তানি শাসকদের জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ জেগে উঠতে থাকে। ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিকের আত্মত্যাগ ও দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামে এক লাল সবুজের পতাকার বিজয় অর্জিত হয়েছিল।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ আবদুস সবুর এসব কথা বলেন।
অধ্যাপক একেএম শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমান, কলেজের একাডেমিক বিভাগের সেক্রেটারি হৃষীকেশ দাস, অধ্যাপিকা সাদিয়া নাইমা হোসেন মাধবী, অধ্যাপক বিধান চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, দীপক চন্দ্র দাস, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র কিবরিয়া আল মাহমুদ, ছাত্রনেতা শাহরিয়ার ফাহিম, আরিফ হোসেন, সুমাইয়া আক্তার ও পুস্পিতা দাস প্রমুখ।