ইতালিতে ২১ রামাদান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আমন্ত্রণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ১:১৩:২৯ অপরাহ্ন
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের অধিকার আদায়ের ও স্বার্থ রক্ষায়এবং উন্নয়নে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে যাচ্ছে। এই উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ এক জরুরী প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ মঙ্গলবার রাজধানী রোমের স্হানীয় রসই রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক ফলপ্রসূ আলোচনা হয়।
দীর্ঘ আলোচনায় সংগঠনকে ইতালিতে আরো বিস্তৃত করতে ইতালির বিভিন্ন শহরে শাখা কমিটি অনুমোদন দেওয়ার লক্ষ্যে সম্মতিমূলক আলোচনা করা হয়। এবং প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২১ রামাদান (২১ মার্চ) বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২১ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠানে রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা স্হানীয় স্পাইছি অব সিলেট (সাবেক রসই রেস্টুরেন্টে) Via Francesco Baracca 19 তে বিকাল ৫ ঘটিকায় ইতালি প্রবাসীরা সহ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।
জানা যায় অনুষ্ঠিতব্য ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, রোম মিউনিসিপি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।