দক্ষিন সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ২:০৬:৪৩ অপরাহ্ন
লন্ডন অফিস: ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিন সুরমা সমাজকল্যাণ সমিতি (ডিএসএস) ইউকের উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা ১৬ মার্চ রবিবার পূর্ব লন্ডনের বেতনাল গ্রীনে অভিজাত একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেরদিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন ইউকে প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নী।
মৌলানা সামসুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি নাসির উদ্দিন হেলাল, এডভোকেট মুজিবুল হক মনি, জাগ্রত নারী উন্নয়নের চেয়ারম্যান রোটারিয়ান শাহীন শাহ আলম চৌধুরী, নাসির উদ্দিন।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সর্বজনাব মোহাম্মদ মুজিব হোসেন, খালেদ আহমেদ শিকদার, শাহ ইমরান হোসেন, শাহান চৌধুরী, আখতার হোসেন, হুমায়ুন কবির, কামরান সিকান্দারী, জয়নুল ইসলাম তুহিনুর, ফয়সাল আহমদ, আব্দুল খালিক, জিল্লু মিয়া, শাহজাহান আহমদ, ইমতিয়াজ আহমদ জুম্মান, নজরুল ইসলাম, মতিউর রহমান চৌধুরী এহিয়া, আলী আজগর, পুতুল মিয়া, আব্দুস শহীদ, মকসুদ আহমদ, মুমীন আহমদ, পারভেজ আহমেদ, রফিক মিয়া মেম্বার, এনাম আহমদ, আনোয়ার আলী, আনসার মিয়া,রুহুল আমিন, আইন সম্পাদক মাহমুদুর রহমান রুম্মান, আহমেদ সাদিক প্রমুখ।
ইফতার মাহফিলে দক্ষিন সুরমার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দেশ ও সংগঠনের সার্বিক উন্নয়নে ও মঙ্গল কামনা কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুরুব্বি হাফিজ মাওলানা জিল্লুল হক।
সভায় বক্তারা দক্ষিণ সুরমাকে সিলেট দক্ষিন সিটি করপোরেশনে ঘোষণার দাবি ও সিলেট এবং ঢাকা এয়ারপোর্টে প্রবাসী যাত্রী হয়রানি বন্ধের জন্য এবং প্রবাসীদের ন্যায্য দাবি তুলে ধরে হাই কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।