সিলেট: ৫০ লাখ টাকার চিনির মালিকের পাত্তা মিলেনি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৮:১৬:৪৭ অপরাহ্ন
সিলেট অফিস: প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছে বিজিবি সিলেটে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এই চালান আটক করা হয়। এসময় পালিয়ে যায় ট্রাক চালক। আটককৃত চিনির পরিমান ৩১৯ বস্তায় ১৫ হাজার ৯৫০ কেজি।
১৯ ব্যাটালিয়ন বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন বিজিবি কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাককে সিগন্যাল প্রদান করে। এসময় ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে আটক করে তবে পালিয়ে যায় ট্রাক চালক। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা। মালিকের পাত্তা মিলেনি রিপোর্ট লেখা পর্যন্ত। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।