ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৭:৫৫:১০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল ইহসান মসজিদের হলরুমে অনুষ্ঠিত হলো ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিলটি।
সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য সুমন কবীরের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওয়ালি সহিদ কবীর, দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা জুবের আহমেদ।
উক্ত ইফতার মাহফিলে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগান এর উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ আলী সঞ্জর।
এছাড়া ও কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামান খোকা, আব্দুল বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মদ কবির টিটু, মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, খোকন আহমেদ, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবির, গোলাম মোস্তফা নাদির।
আরো উপস্থিত ছিলেন মনসুর আহমেদ, লুৎফুর আহমেদ, হারুন আহমেদ, দারা আহমেদ, নাইমুল ইসলাম সুমেল, সিনাকা মাহমুদ, আরিফ ইসলাম, শাহী, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মাজেদ ইসলাম, ওয়াজেদ ইসলাম, অনিক সহ আরও অনেকে।
উক্ত ইফতার মাহফিলে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের বেশিরভাগ পরিবারই উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান।