‘নেপাল-ভুটান-সেভেন সিস্টার্স লাভবান হতে পারে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ১:৩০:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের বিরাট সমুদ্র রয়েছে। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র নেই। তারা আমাদের সমুদ্র ব্যবহার করে লাভবান হতে পারে। এতে আমরাও লাভবান হবো।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, সমুদ্র না থাকলে পৃথিবীর সাথে যোগাযোগ থাকে না। বিমানে করে বেশি পণ্য আনা যায় না। বিশ্বের সাথে ব্যবসা করতে সমুদ্রের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান। এ সময় অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
লবন চাষ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম কথা হচ্ছে আমাদের লবণ কম খেতে হবে। কারণ লবন খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তবে আমরা যেহেতু লবন উৎপাদন করি, সেক্ষেত্রে বিশ্ববাজারে এটির রফতানির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। বিশ্বে আমাদের উৎপাদিত লবনের বাজার খুঁজে বের করতে হবে। নেপাল ও ভুটানে লবনের সোর্স নেই। তারা খনিজ লবনের ওপর ভরসা করে। সেখানেও রফতানির সুযোগ রয়েছে।