মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৫:৫৩:৪৬ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং এর রেস্টুরেন্ট আলো ছায়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল রানার সৌজন্য ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আহমাদুল কবির, আশরাফুল মামুন, বশির আহমেদ ফারুক, মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম ও মোরশেদ আলম সুমন।
ইফতার পূর্বে কমিউনিটি নেতা রাসেল রানা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করার পর সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। সাংবাদিকরা আছে বলেই আজও দেশে সভ্যতা টিকে আছে।
মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় ইফতার প্রোগ্রামে উপস্থিত থাকায় সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইফতারের আগে বিশ্বব্যাপী মুরলিম উম্মাহ এবং দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।