৫০ হাজার টন চালের চুক্তি: প্রথম চালান নিয়ে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ১১:৩৬:৩৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ‘সিবি’ নামে একটি পাকিস্তানি জাহাজ। বুধবার (৫ মার্চ) জাহাজটিকে বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান থেকে জিটুজির (সরকার টু সরকার) ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানির চুক্তি রয়েছে। এই চুক্তির প্রথম চালান বন্দরে এসেছে। জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে। বাকি চালানও খুব শিগগিরই বন্দরে পৌঁছাবে।
শিপিং ব্যবসায়ীরা জানান বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রফতানি কার্যক্রম থাকলেও গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম জাহাজ এটি। যদিও বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে।
এদিকে, দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলের বিষয়টি ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




