বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিলে নটিংহাম বিএনপির অংশগ্রহণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৭:২৬:১৯ অপরাহ্ন
লন্ডন অফিস: “সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র রমজান মাস উপলক্ষে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড ও বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ মার্চ স্থানীয় বাংলাদেশ মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা: এ জেড জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাহেব। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ।
উক্ত অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল কমিটি অংশগ্রহণ করে। বিশেষত নটিংহ্যাম বিএনপির অংশগ্রহণ সবার নজর কাড়ে।
প্রস্তাবিত সভাপতি এস আর কামাল চৌধুরী ও প্রস্তাবিত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ারের নেতৃত্বে নটিংহ্যাম বিএনপির পক্ষে অংশগ্রহণ করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা সেলিম মোল্লা লিটন, ইটালি জেনেভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেকবর হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: নূরুল হক, আকাশ আহমেদ, মাসুম রানা, মাহফুজুর রহমান, পওয়েল চৌধুরী ও আক্তার হোসেন।