সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৯:০৯:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্ট এর হলরুমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের সভাপতি আব্দুল আশিক চৌধুরী। যৌথ ভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ও মাসুক আহমেদ সরদার ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব হাফেজ মোঃ জিলু খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম শিপার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মাসুক আহমেদ সরদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের শফিক আহমেদ, সৈয়দ এহসানুল হক, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, নাসির উদ্দিন, হাসনাত আহমেদ চুনু, আনোয়ার হোসাইন, ইমরানুল হক ইমরান, আবুল খয়ের।
নুরুল হুদা মুকুট বলেন দেশে একটি অরাজকতা ও সাংবিধানিক ও গঠনতান্ত্রিক মানুষের জীবনমান বিপন্ন সাধারণ মানুষ তা থেকে পরিত্রাণের জন্য হাটে মাঠে-ঘাটে বলে বেড়াচ্ছে আওয়ামীলীগ সরকারের আমলে আমরা ভালো ছিলাম শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি জনসভা।



