দেউলগ্রামে যুবক মুরুব্বিদের সাথে কমিউনিটি নেতা অহিদ উদ্দিনের সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ১২:৩৭:০৪ অপরাহ্ন
দেউলগ্রাম, বিয়ানীবাজার, সিলেটের কৃতি সন্তান, বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ আলহাজ্ব অহিদ উদ্দিন এলাকার যুবক ও মুরব্বিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ১ মার্চ সন্ধ্যায় দেউলগ্রাম জাগরণ সংঘের কার্যালয়ে বৃটেনের লিবারেল ডেমোক্রেটিক দলের বৃটিশ পার্লামেন্টের আগামী নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব অহিদ উদ্দিন এক সৌজন্য সাক্ষাৎ করেন। গত ২৭ ফেব্রুয়ারি এক সংক্ষিপ্ত সফরে দেশে আসেন। দেশে এসেই প্রথমে নিজ গ্রামের (জন্মস্থানের) মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গ্রামের মানুষের খোঁজ খবর নেন। তিনি দেউলগ্রাম জাগরণ সংঘে ১৯৯৭ সালে আজীবন সদস্য পদ লাভ করেন । তিনি ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে তার অনেক অবদান রয়েছে । তিনি বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের দাতা সদস্য, সিলেট হার্ট ফাউন্ডেশনের ইউকে কমিটির দাতা সদস্য, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য।
দেউলগ্রাম জাগরণ সংঘের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবেরের সঞ্চালনায় এবং সহ-সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব অহিদ উদ্দিন বলেন, শিক্ষাদীক্ষা এবং সংস্কৃতিতে দেউলগ্রাম আজ আদর্শ গ্রামে উন্নীত হয়েছে । গ্রামের উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন। দেউলগ্রামের ঝাই বিল পরিষ্কার করার জন্য তিনি বৃটেনে বসবাসরত দেউলগ্রামের সকল কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন। তিনি দেউলগ্রাম জাগরণ সংঘে বিশ হাজার (২০,০০০) টাকা অনুধান ও একটি স্পিকার প্রদান করার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেউলগ্রাম জাগরণ সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য জামিল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসি নজরুল ইসলাম, আব্দুল হালিম, খসরুজ্জামান, আব্দুল কাইয়ুম, দেলোয়ার হোসেন রাজু, কামরুল ইসলাম, সাদিক উদ্দিন, মারুফ উদ্দিন প্রমুখ।—বিজ্ঞপ্তি



