মুহতামিম মাষ্টার আব্দুল করিমের সুস্থতা কামনায় ‘হক ফাউন্ডেশনের’ খাদ্য সামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ১:০৫:১২ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লালার গাঁও গ্রামে ‘হক ফাউন্ডেশন’র উদ্যোগে খলিফায়ে ফুলতলী মুহতামিম মাষ্টার আব্দুল করিমের সুস্থতা কামনায় এলাকার অর্ধশতাধিক পরিবারের সদস্যদের মধ্যে রমজানের হাদিয়া হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (২ মার্চ) সকালে লালার গাঁও গ্রামের মাষ্টার আব্দুল করিমের সাহেবের বাড়ীতে প্রতিবছরের ন্যায় এবারও ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পিয়াজ, (ছানা) ছোলা, আলু ও সোয়াবিন তেল।
এসময় উপস্হিত ছিলেন হক ফাউন্ডেশন’র সদস্য সচিব এমদাদুল হক, সদস্য মোহাম্মদ হাফিজুল হক, আবদুর রহমান, রবিউল হক রবি, আরিফুল হক আরিফ, হাবিবুল হক হাবিব সহ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক খলিফায়ে ফুলতলী মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ফাউন্ডেশন পরিচালনা কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।