৫০ লাখ ডলারের গোল্ড কার্ড, মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীরা তার দেশে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ৫ মিলিয়ন ডলারের “গোল্ড কার্ড” কিনতে পারবেন। এই “গোল্ড কার্ড” দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা একটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করতে যাচ্ছি। আপনারা ‘গ্রিন কার্ড’ সম্পর্কে জানেন, কিন্তু এটি একটি ‘গোল্ড কার্ড’। আমরা এই কার্ডের মূল্য নির্ধারণ করেছি প্রায় ৫ মিলিয়ন ডলার, যা গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে।”
ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি মনে করেন যে, লাখ লাখ কার্ড বিক্রি হতে পারে।
রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কি-না জানতে চাইলে ট্রাম্প বলেন, “সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।”
১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। এর মূল লক্ষ ছিল অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।
তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে “অর্থহীন, কাল্পনিক ও প্রতারণামূলক” বলে অভিহিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায়।
গোল্ড কার্ডের ঘোষণা নিয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই নীতি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে, সাধারণ অভিবাসীদের জন্য নয়। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এটি অর্থনীতিতে বড় বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।