কেবিএ রয়্যাল ফোরামে উদোক্তা ও বিনিয়োগকারীদের অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১১:০৪ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস হোটেলের রুবেন্সে গত ২২ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ একটি বিনিয়োগকারীদের ইভেন্ট কেবিএ রয়্যাল ফোরামে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ও শিল্পউদোক্তা ও রাজনীতিবিদ আনোয়ার খান। এই ইভেন্ট যুক্তরাজ্যে বিলাসবহুল বাজারের উদ্যোক্তা ও শিল্পপতিদের একত্রিত করে এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতিমান বাক্তিত্ব বইয়ের প্রকাশক ও পডকাস্টার লিলি প্যাট্রাস্কু। তিনি তার “জাগ্রত টাইটানস” পডকাস্টের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগান। তিনি পডকাস্টিং ও প্রকাশনার মাধ্যমে বিশ্বে ব্যবসায়িক বিপণনের কৌশল নিয়েও আলোচনা করেন।
ফোরামে নান্দনিকতা ও সুস্থতা ক্লিনিকের প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী, চলচ্চিত্র নির্মাতা ও জনসংযোগ বিশেষজ্ঞরাও অংশ নেন, যা কিনা শিল্পের উন্নয়নে একটি নতুন দিক উন্মোচন করে।
শিল্প উদোক্তা বিনিয়োগকারী আনোয়ার খান উচ্চপর্যায়ের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও চিন্তাধারার নেতাদের সঙ্গে সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এই ফোরামে অংশ নেন। ইভেন্টটি লন্ডনকে বিলাসবহুল ব্যবসার কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।