দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের রমযান ফান্ড রাইজিং সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:১৩:১৭ অপরাহ্ন
লন্ডন অফিস: পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জ রেস্টুরেন্টে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে এক ফান্ড রাইজিং সভা অনুষ্টিত হয়।
শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু জাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মনির হোসাইন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পীকার খালেছ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল মতিন, এমদাদুল হক পাভেল, ট্রেজারার ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ ট্রেজারার ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক সালেহ আহমদ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খলিল খান, সহ প্রচার সম্পাদক শিপন শিকদার ফাত্তাউর, ফয়জুল ইসলাম (ছায়েম), এমদাদ হোসেইন, প্রমুখ।
সভায় পবিত্র রামাদান মাসে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ফান্ড সংগ্রহে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, উক্ত সংগঠন ২০০৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বৎসর রমযান মাসে দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রায় ৮/১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।