নটিংহ্যাম বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২৮:২১ অপরাহ্ন
লন্ডন অফিস: “একুশ আমার চেতনা, বাংলা আমার অহংকার ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নটিংহ্যাম-যুক্তরাজ্য শাখার উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি রবিবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
স্থানীয় বেকার্সফিল্ড কমিউনিটি সেন্টারে অদ্য ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। সৈয়দ ইকবাল আনোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সমস্বরে “জাতীয় সংগীত” ও “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ” গাওয়ার মাধ্যমে ভাষা শহীদদের ত্যাগ ও বিসর্জনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ, মহিলারা ও ছোট্ট সোনামণিগণ।
নটিংহ্যাম বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ারের সঞ্চালনায়, প্রস্তাবিত সভাপতি এস আর কামাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার ও বিশেষ অতিথি নটিংহ্যাম বিএনপির প্রস্তাবিত সিনিয়র সহ সভাপতি শেখ নুনু মিয়া।
প্রধান অতিথি বাংলাদেশি কমিউনিটির সবাইকে ইংরেজির পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে যাতে বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে অভিভাবকগণ আরও সচেতন হন সেই বিষয়ে গুরুত্বারোপ করেন। আত্ম পরিচয়, অধিকার আদায়ের প্রশ্নে এবং স্বাধীনতা,সাম্য, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালি জেনেভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেকবর হোসেন, আকাশ আহমেদ, মাহফুজুর রহমান আজিজ, মাসুম রানা, আল আমিন রাসেল, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: নূরুল হক, জাহিদ আহমেদ, সোহেল হাওলাদার, এনটিভির প্রতিনিধি সাজু, মোখলেছুর রহমান, নাজমুল হক মনটু, রুহুল আমিন, বিপ্লব, মনির হোসেন, সিদ্দিক খান, মশিউর রহমান, শাহ আলম, মনসুর আলী, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের সানিজিদা এনাম ও রামিসা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশের ৩ বারের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, ও ডঃ জুবাইদা রহমান, শর্মিলা রহমান ও জিয়া পরিবারের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম আরাফাত রহমানের জন্য, সকল ভাষা শহীদ এবং সকল মুক্তিযোদ্ধা, ও জুলাই বিপ্লব এর শহীদ ও আহত এর জন্য দোয়া পরিচালনা করেন সৈয়দ ইকবাল আনোয়ার। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।