সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদের অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:৪৫ অপরাহ্ন
ব্রিটেনের প্রথম বাইলাঙ্গুয়াল (বাংলা-ইংরেজী) অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা সানরাইজ টুডে’র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস পাওয়ায় সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল কে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত মুহিবুর রহমান মুহিব, কোষাধ্যক্ষ রফিকুল হায়দার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও মিজু চৌধুরী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সাংবাদিক ও বিবিন্ন পেশাজীবি মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ টুডে অনলাইন-এর তৃতীয় ‘জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫।
আরো পড়ুন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের সাথে ইবিএফসিআইর বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠানে বিলেতের বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮জন সাংবাদিককে এওয়ার্ড প্রদান করা হয়। টাওয়ার হ্যামলেটেস এর স্পিকার, নির্বাহী মেয়র, কাউন্সিলর, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন বারার জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি কমিউনিটির একটি বিশাল মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও সংঘটক, জনপ্রিয় উপস্থাপক ডঃ জাকির খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ টুডে অনলাইন-এর সম্পাদক এনাম চৌধুরী ও চেয়ারম্যান ওয়াজেদ হাসান সেলিম বিইম।
অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কে এম আবুতাহের চৌধুরী, এছাড়াও সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার, তাইছির মাহমুদ, শামসুল আলম লিটন, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোস্তাক বাবুল আলী, ওলি উল্লাহ নোমান, রহমত আলী, মাহাথির পাশা, ডঃ হাসান শহীদ।
জাঁকজমক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের হাতে এওয়ার্ড তুলে দেন -বারনেস উদ্দিন অব বেথনালগ্রীন পলা মন্জিলা উদ্দিন, মুসলিম কাউন্সিল অফ বৃটেন এর সাবেক সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট লেখক ড. এম এ বারী, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মৌমিতা জিনাত, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট এস বি ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাইফ উদ্দিন খালেদ, নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার, বারকিং ডেগেনহাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মঈন কাদরী, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার রহিমা রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আজমল মসরুর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, এল বি ২৪ এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহ ইউসুফ, বিশিষ্ট রাজনীতিবিদ ডঃ এনামুল হক চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি প্রধান শিক্ষক আশিদ আলি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক ইয়াং মেয়র ফাতেমা হোসেন ও বিভিন্ন বারার কাউন্সিলার সাংবাদিক, কমিউনিটি নেতা সহ চার শতাধিক অতিথি।
মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে।