বড়লেখায় মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২৮:১৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত মোটর সাইকেল এন্ড মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় স্থানীয় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যান সংস্থার সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক এম লিমন আহমদ এর সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এম, নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু, বকশী মিছবাউর রহমান ও আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়াছ আহমদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নছিব আলী, যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির আহবায়ক মীর মখলিছুর রহমান, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মতিউর রহমান ছুনু, উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জনি আহমদ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক তাজ উদ্দিন শেখ, কুয়েত প্রবাসী লিয়াকত হাসান, সেলিম আহমদ, ফয়ছল আহমদ,
সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ বেলাল, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
খেলার নির্ধারিত সময়ে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার কে ০-২ গোলে পরাজিত করে জয়লাভ করে আশার আলো ইটারখলা,ভাটেরা।