যুক্তরাজ্য: সাউদাম্পটন টাউনে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৮:৫২ অপরাহ্ন
মতিউর রহমান মতিন, সাউদাম্পটন: সাউথ ইংল্যান্ডের সাউদাম্পটন সিটির জাহাঙ্গীর রেস্টুরেন্টে গতকাল রাতে জড়ো হয়েছিলেন দল মত নির্বিশেষে সিটি ও আশেপাশের টাউনে বসবাসরত বাঙালিরা।
‘৫২ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রবল শীত বৃষ্টি উপেক্ষা করে জাহাঙ্গীর রেস্টুরেন্টের অস্থায়ী শহীদ মিনারে রাত ঘড়ির কাটা ১২ টা পার হওয়ার পর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগ, জাসদ, হৃদয়ে একাত্তর সংগঠন ও ছাত্র যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম মিয়া, কোহিনুর আলম, আবুল কালাম আজাদ লিটন, আব্দুল খালিক ময়না, মুকিত খান, ছালিক মিয়া, রুবেল মিয়া, জাসদ নেতা মতিউর রহমান মতিন, আবদুল হান্নান, হৃদয়ে একাত্তরের পক্ষ থেকে মোজাফফর হোসেন বাবুল, সনোয়ার মিয়া মাহমুদ, আজিজুর রহমান লাবলু ও শাজাহান সাজন এবং ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে আশরাফুল ইসলাম গালিব, আব্দুস সামাদ আজাদ, মোতালেব মিঠু।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর পর উপস্থিত সবাই সমবেত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি গান পরিবেশন করেন।
ভাষা শহীদদের স্মরণে পরে এক আলোচনা সভা শামীম মিয়ার সভাপতিত্বে ও কোহিনুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন জাসদ সভাপতি মতিউর রহমান মতিন, হৃদয়ে একাত্তর এর মোজাফফর হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও সাউদাম্পটন সলেনট ইউনিভার্সিটি ছাত্র সংসদে প্রথম বাংগালী সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম গালিব।
বক্তারা দেশ রক্ষায় এবং ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভার পর শামীম মিয়ার পক্ষ থেকে সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।