তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৫:২০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুরস্ত ছলিম বাজারে অবস্থিত তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ শামসুন্নাহার পারভিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা তালুকদার ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলেমান আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাউদ্দিন শুভ, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস প্রদান ও মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করায় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা লন্ডন প্রবাসী শিক্ষাবিদ, সমাজসেবক ও চ্যারিটি ব্যক্তিত্ব হাসান কাওসার চৌধুরী শিপনের প্রশংসা করেন। তিনি লন্ডনে আইল্যান্ড এডভাইস সেন্টারের ডাইরেক্টর টাওয়ার হ্যামলেটস কেয়ারার সেন্টারের সভাপতি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্কুটনি মেম্বার, ইন্টারনাল গিভিং চারিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের একটি স্কুলের গভর্নর, দার আল আরকাম মসজিদের ফান্ডরাইজিং ম্যানেজার ও শুরা অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে অতিথিদের মনমুগ্ধ করে। বিনামূল্যে নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও তার পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।