হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলের ফুটবল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬:৫৬ অপরাহ্ন
মোহাম্মদ মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হলটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হল প্রশাসন ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্টটি। এতে তাজউদ্দীন সোভেরাইন, ভিক্টোরি হান্টার্স, রগু-রেভেলস, তাজউদ্দীন ফ্যালকনস, উয়ার হকস নামের ৫ টি দল অংশগ্রহণ করছে।
খেলোয়াড়েরা জানান, খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে। আর নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখতে এবং নিজেদের ইউনিটি ধরে রাখতে এমন আয়োজন।
আগামী ১৬ ফেব্রুয়ারী হাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ-১ এ উদ্বোধন হবে টুর্নামেন্টটি। নিলাম অনুষ্ঠানে হলটির আবাসিক সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।