শাহজাহান এস্টেট ১ম মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০:৫১ অপরাহ্ন
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন মাঠে গত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৫টায় “শাহজাহান এস্টেট ১ম মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্রীড়াপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করেন লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। এসময় স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাঠটি পরিণত হয় এক মিলনমেলায়।
ধারাবহর একমাইল ইয়াং সোসাইটির আয়োজিত শাহজাহান এস্টেট ১ম মিনি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল আহমদ, মাওলানা ছবির উদ্দিন, লন্ডন প্রবাসী মহসিন সিরাজ লস্কর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা। অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, যা মানুষকে একত্রিত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়া বিকাশের জন্য এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে উঠবে।”
অনুষ্ঠানের শেষে অতিথিরা খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান। শাহজাহান এস্টেট ১ম মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ক্রীড়ামনস্কতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
এমন জমকালো আয়োজনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।
টুর্নামেন্টে ১৮টি ফুটবল টিম অংশগ্রহণ করে। প্রতি দিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। এ সময় ধারাবহর একমাইল ইয়াং সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনি, রনি, মাহি, রায়হান, শামীম, ফাহিম, ইলিয়াস, সালমান ও সুফিয়ান প্রমুখ।—বিজ্ঞপ্তি