মিশিগানে ইহদিনার শুভ উদ্বোধন আগামী রোববার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১০:৪৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাসে আগামী ১৬ই ফেব্রুয়ারি, রবিবার বিকাল ৪ টায় পবিত্র রমজানের প্রস্তুতি এবং ইহদিনার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (IHDINA) সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, সেবা, দাওয়াহ এবং সুস্থ সংস্কৃতির চর্চায় নিয়োজিত। নবীজির (সা.) আদর্শ এবং হিলফুল ফুযুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একদল স্বপ্নদ্রষ্টা, দ্বীনদরদী এবং কমিউনিটির আমানতদার যুবকের মাধ্যমে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিশিগানের খ্যাতনামা উলামায়ে কেরাম, ইমাম এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষ থেকে কমিউনিটির সকলকে আন্তরিকভাবে মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা এবং আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে সকলের উপস্থিতি এই মাহফিলকে আরও সফল করে তুলবে।
মাহফিলে পবিত্র রমজান মাসের প্রস্তুতি, ইসলামের শিক্ষা এবং উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে আলোচনা করা হবে। অনুষ্ঠানটি ইংরেজি ও বাংলা ভাষায় পরিবেশন করা হবে, যাতে সবার জন্য আরও সহজবোধ্য এবং উপভোগ্য হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, যাতে অতিথিরা আরামদায়ক পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (IHDINA).