কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৭:৪১ অপরাহ্ন
লন্ডন অফিস: কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শেখ এম শামীম শাহেদ, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, স্ক্রুটনি লিড কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর সাবিনা আক্তার, ব্যারিস্টার ওমর ফারুক, উপদেষ্টা কবি মোহাম্মদ ইকবাল, উপদেষ্টা মোঃ সুলেমান আলী এবং সমাজসেবক নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, নিয়াজ পারভেজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আমিন রশিদ, হাসান মোরশেদ, কোষাধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী, সহ-কোষাধ্যক্ষ হাসানুর রহমান রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আইল্যান্ড এডভাইস সেন্টারের ডাইরেক্টর ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার সেন্টারের ট্রাস্টি হাসান চৌধুরী শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ফয়সাল আহমেদ, মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেইন, সহ-দপ্তর সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইঞ্জিনিয়ার সাইফুর রহমান।
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কমলগঞ্জের জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং দুটি মসজিদে টিউবওয়েল স্থাপন করেছে। এছাড়া, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারী এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি কমলগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন ➡️ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান ইমন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিন আহমদ সাদেক, সাহিত্য বিষয়ক সম্পাদক নোমান আহমদ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সৌরভ আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর খালেদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক জাফর সাদিক জামি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ্ রহমান, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আলম চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম সায়েম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ জনি ইসলাম, কার্যকরী নির্বাহী সদস্য আজিজ আহমদ রিপন, নাজিমুদ্দীন রনী, মোঃ আজিজুল হোসেন জুবেল, রায়হান জামান খান এবং ইয়াসিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জের মানুষের কল্যাণে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন এবং কমিউনিটির উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।