মুসলিমসহ সংখ্যালঘুবিদ্বেষী প্রচারণা বেড়েছে ৭৪ শতাংশ ভারতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০:০৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে মুসলিমসহ সংখ্যালঘুবিদ্বেষী প্রচারণা আগের বছরের তুলনায় ২০২৪ সালে প্রায় ৭৪ শতাংশ বেড়েছে।
ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাবের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। সোমবার প্রকাশিত তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশেষ করে গত বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের উল্লম্ফন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, ২০২৪ সালে রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় মিছিল, প্রতিবাদ এবং সাংস্কৃতিক সমাবেশের মতো জমায়াতেগুলোতে ঘৃণাত্মক মোট ১১৬৫টি ঘটনা নথিভুক্ত করেছে ইন্ডিয়া হেট ল্যাব। এক বছর আগে এর সংখ্যা ছিল ৬৬৮টি। ভারতে ২০২৪ সালের বিধান সভার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এসব ঘৃণাত্মক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছে ওই গবেষণা প্রতিষ্ঠান।
ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো যখন- আর কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতের হিন্দুত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য মোদি সরকারকে দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন।