রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৮:৪১ অপরাহ্ন
সভাপতি ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক, ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চু।
লন্ডন অফিস: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৯ ফ্রেব্রুয়ারি রোববার কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় ও শাহ চেরাগ আলীর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত এ সভায় বিগত টার্মের কার্য্ক্রম এর উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি । সংগঠনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন সাবেক ট্রেজারার ।
আর্তমানবতার কল্যানে কাজ করে যাওয়া এ সংগঠনটি বিগত দিনগুলোতে নানাবিধ জনকল্যাণমূলক কাজের পাশাপাশি বিলেতের স্থানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারি এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্ববান জানান।
বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংঘটনের সদস্যদের সরব উপস্থিতিতে সৌহার্দপূর্ণ এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান কুটি ফাউন্ডিং সভাপতি সাঈদুর রহমান রেনু, এডভাইজারী বোর্ডের প্রেসিডেন্ট এম মান্নান। বক্তারা সংগঠনের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে সম্প্রতি সংগঠনের কয়েকজন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন।
আরো পড়ুন ➡️ আগামী ১৬ ফেব্রুয়ারি বার্মিংহামে সম্প্রীতি কনসার্ট
পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, কেমডেনের মেয়র সমতা খাতুন ও বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম।
সংক্ষিপ্ত বক্তব্য কেমডেনের মেয়র সমতা খাতুন বলেন, স্থানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম সহ দেশের বিভিন্ন আর্তসামাজিক কার্যকলাপে এ সংগঠনটি চমৎকার ভূমিকা রাখছে। স্থানীয়ভাবে যে কোন কার্যক্রমে আমার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম বলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের সকল সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংগঠনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান।
‘দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চুর নাম ঘোষণা করেন।
সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারার। ৫৯ সদস্য বিশিস্ট নতুন কমিটির বাকি সদস্যদের নাম আগামী ইসি মিটিংয়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়।