ইতালিতে প্রবাসীদের খিচুড়ি পার্টির আয়োজন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০:৪৮ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করার লক্ষ্যে সম্প্রতি আয়োজিত হলো এক বিশেষ খিচুড়ি পার্টি।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে একটুখানি স্বস্তি এবং দেশীয় সংস্কৃতির স্বাদ ফিরিয়ে আনা।
বিএনপি নেতা শিকদার মোহাম্মদ কায়েস এর উদ্যোগে খিচুড়ি পার্টিটি আয়োজন করা হয় ভিচেন্সার আলতে এলাকায়।
যেখানে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে মিলিত হয়ে আনন্দঘন সময় কাটান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ছুটির দিনে সন্ধ্যার পর পার্টির আয়োজন করা হয়। যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন।
পার্টির মূল আকর্ষণ ছিল সুস্বাদু খিচুড়ি। যা পরিবেশন করা হয় বিভিন্ন স্বাদের সাথে। গরুর ও খাসির মাংস , ডিম ভুনা, বেগুন ভর্তা,বেগুন ভাজি, আলু ভর্তা, মাছ ভর্তা, টক দই ও পেঁয়াজ ভাজা, শুটকি ভর্তা, লেবুর শরবত ও চা।
এই খিচুড়ি পার্টি শুধুমাত্র খাবার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল প্রবাসীদের এক মিলনমেলা।
এতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। আয়োজক শিকদার মোহাম্মদ কায়েস জানান, ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যাতে প্রবাসীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়।
এতে উপস্থিত ছিলেন, কাজী সাত্তার, রফিকুল ইসলাম মান্না, ইমরান খান, জাফর আহমেদ, কামাল মাঝি, মাইনুদ্দিন প্রিন্স, জাকির খন্দকার, আব্দুল ওয়াহাব, মামুন খান, আব্দুল হালিম, নেহা দাস নয়ন, মোহাম্মদ পারভেজ, অ্যাডভোকেট মনিরুজ্জামান, আফতাব উদ্দিন শাকিল, সাইফুল ইসলাম জুয়েল, শরিফুল ইসলাম, আনিসুর রহমান, মির ইসমাইল প্রমুখ বিএনপি নেতা-কর্মী।