বাংলাদেশ সেন্টারের গ্রীন প্যানেল গ্রুপের সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৯:০৬ অপরাহ্ন
সেন্টার রক্ষার স্বার্থে বিনা শর্তে যে কোন আপোষে মীমাংসায় সম্মতি।
লন্ডন অফিস: লণ্ডনের বাংলাদেশ সেন্টার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মারক। বাংলাদেশ সরকারের প্রথম হাই কমিশন। বাংলাদেশ সেন্টার এক সময় সভার হল, বিভিন্ন সার্ভিস প্রদান, নামাজের জন্য হল ও স্টুডেন্ট হোস্টেল ছিল। জমজমাট ছিল এ সেন্টার।
জরাজীর্ন সেন্টারের ভবনে সংস্কার কাজ করার ফলে নতুন ভবনের অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
কিন্তু এ ঐতিহাসিক সেন্টারটি এখন নেতৃত্বের কোন্দলে সেবা প্রদান থেকে বঞ্চিত রয়েছে। বিগত নির্বাচনকে কেন্দ্র করে দুটি কমিটি রয়েছে। প্রতিটি গ্রুপই নিজকে বৈধ বলে দাবী করে আসছে।কিন্তু চ্যারিটি কমিশন নাকি উভয় গ্রুপকে অবৈধ বলেছে। বিগত দিনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অতীতে হয়েছে। বিরোধ চরম আকার ধারন করেছে।
পদাধিকার বলে মাননীয় হাইকমিশনার সভাপতি হয়ে অনেক চেষ্টা করেও বিরোধ মীমাংসা করতে পারেননি। কমিউনিটির মুরুব্বীরা সালিশের চেষ্টা করেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।
গতকাল গ্রীন প্যানেলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে সেন্টারটিকে রক্ষা করার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন এ কে এম শহীদুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয় যে-
এই সংকট নিরসনের জন্য এ পর্যন্ত গৃহীত সকল উদ্যোগই ব্যার্থতায় পর্যবসিত হয়েছে। তাই এই অচলাবস্থা সৃষ্টিকারীদের অপকৌশল বন্ধ করতে হবে। সেন্টারের স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরপত্তা বিধান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেন্টারের ব্যাংক একাউন্ট ও ফান্ড এর অনুনোমোদিত ব্যবহার সম্পর্কে সকল ক্যাটাগরির সদস্যদেরকে অবহিত করাই এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য।
সভায় বক্তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সবাইকে আহ্বান জানান। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির স্বার্থ ও সেবা গ্রহণকারীদের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে এই সংকট নিরসনের লক্ষ্যে সবাইকে এক সাথে মিলে মিশে কাজ করতে হবে। এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে বৃটেনে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপার্সন মান্যবর আবিদা ইসলাম মহোদয়কে এই সভা থেকে অনুরোধ জানানো হয়। এবং মান্যবর রাষ্ট্রদূতকে এই বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সংকট সমাধানে উপায় হিসেবে দুটি প্রস্তাব করা হয়:
১. সাংবিধানিক প্রক্রিয়ায় ৪২ ধারা অনুযায়ী নোটিশ প্রদান এবং ৪৪ ও ৪৫ ধারা অনুযায়ী কমিটি, উপ-কমিটি সমুহ গঠন।
২. এজিএম ডেকে নির্বাচিত কমিটির হাতে সেন্টার পরিচালনা করার দায়িত্ব অর্পণ।
সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান মুহিব, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, সহ-সভাপতি ইছবাহ উদ্দিন, সহ-সভাপতি, হাবিবুর রহমান ময়না, চিফ-ট্রেজারার মোহাম্মদ ফাইজুল হক, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ ও যুগ্ম-ট্রেজারার নসিম আহমেদ।