গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে বহাল হাবিপ্রবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬:০৯ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির।
এ বিষয়ে প্রফেসর ড. জাহাঙ্গীর কবির বলেন, আজকের একাডেমিক কাউন্সিলে পূর্বের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ স্বতন্ত্রভাবে এবারের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে, ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
গুচ্ছে থাকতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে না গিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন অধিকাংশ শিক্ষক। ফলে ২৮ জানুয়ারি দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ক্যাম্পাসেই পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়টি।
প্রসঙ্গত, হাবিপ্রবিতে আগামী আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। এবার ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।